Description
এটা ব্যবহার করতে অবশ্যই আগে থেকেই একটি WiFi কানেকশন থাকতে হবে। মূলত এটা হল একটি WI-FI সিগন্যাল বুস্টার, যদি আপনার পূর্বের রাউটারটি ছোট অথবা কম দামি হয়ে থাকে এবং এটা আপনার পূর্ণ এরিয়া কাভারেজ না করে, তাহলে যে রুমে অথবা যেই জায়গায় নেটওয়ার্ক সিগনাল একটু কম পায়, ওই রুমে অথবা ওই জায়গায় এটা রাখলে পরিপূর্ণ সিগন্যালটা পাওয়া যাবে। একদম রাউটারের পাশে যেমন স্পিড পাওয়া যায় ওই কাঙ্খিত জায়গায়ও পাওয়া যাবে।
এই ওয়াইফাই রেঞ্জ এক্সটেন্ডার আপনার ওয়াইফাইকে আরও উন্নত করতে, সিগন্যালকে আরও দীর্ঘ দূরত্বে প্রসারিত করতে পারে, যাতে আপনি আপনার বাড়ির যেকোনো জায়গায় নেটওয়ার্ক ব্যবহার করতে পারেন। দূরত্ব, দেয়াল এবং মেঝের কারণে দুর্বল সিগন্যাল নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না।
- মনে রাখবেন এটা ব্যবহার করতে অবশ্যই ওয়াইফাই রাউটার থাকতে হবে
- যেই রুমে এই ডিভাইসটি ইন্সটল করা হবে সেখানে অন্ততপক্ষে ওয়াইফাই রাউটারের সিগনাল ১ দাগ পাওয়া যেতে হবে।
- পাওয়ার ব্যাংক, সরাসরি চার্জারের এডাপ্টার এর মাধ্যমে কারেন্টে লাগিয়ে অথবা ল্যাপটপের ইউএসবি পোর্টে লাগিয়ে ব্যবহার করা যাবে।
এই ডিভাইসটিকে কিভাবে ইন্সটল করতে হবে সেই ক্যাটালগ ডিভাইসের সাথে দিয়ে দেওয়া হবে। ক্যাটালগ দেখে যদি কেউ না বুঝে তাহলে পরবর্তীতে ভিডিও পাঠানো হবে
Reviews
There are no reviews yet.